বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

হবিগঞ্জের বাজার থেকে ধাতব মূদ্রা বিলুপ্ত প্রায়

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০১৫
  • ১৪৫৩ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমী ॥ হবিগঞ্জ জেলার শায়েস্থাগঞ্জ থানার পৌর শহরের বিভিন্ন হাট বাজার থেকে উধাও হয়ে গেছে এক, দুই, পাঁচ দশ, ও পচিশ পয়সা । বিলুপ্তির পথে পচিশ, পঞ্চাশ ও এক টাকার মূদ্রা। এদিকে সরকারী বিধি অনুযায়ী দেশে এক পয়সা, দুই পয়সা, পাঁচ পয়সা, দশ পয়সা, পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সাও এক টাকার কয়েনের প্রচলন রয়েছে। এসব খোচরা পয়সার ব্যবহার না থাকায় মূদ্রার সংকট চরমে পৌছেছে। ১৯৭৪ সাল পর্যন্ত এক পয়সা, দুই পয়সার ব্যবহার ছিল খুবই ব্যাপক। কিন্তু কালের বিবর্তনে অনেক আগেই এই কয়েন দুইটি বিলুপ্তি ঘটে। এমন কি, পাঁচ পয়সা, দশ পয়সা, পচিঁশ পয়সা ও পঞ্চাশ পয়সার কয়েন বিলুপ্তির পথে। বর্তমানে দ্রব্য মুল্যের অব্যাহত উধ্বগতি এবং মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির কারনে দেশের কোথাও কোন পন্য এক টাকার নিচে না পাওয়ার দরুন এসব মুদ্রার ব্যবহার ক্রমেই হ্রাস পাচ্ছে।
তারপর ও বেসরকারী মোবাইল ফোনের কোম্পানী গুলোর এক পয়সায় এক সেকেন্ড চটকদার বিজ্ঞাপন অহরহ প্রচার করে যাচ্ছেন। একমাত্র টেলিফোন বিভাগ, বিদ্যুৎ বিভাগ, সরকারী যানবাহন, সিনামা হলের টিকেট কাউন্টার, বিভিন্ন ব্যাংকে এসব মুদ্রার হিসাব এখনো বিদ্যমান আছে। ফলে প্রতিনিয়ত গ্রাহকদের এসব বিল পরিশোধ করতে গিয়ে কয়েন সংকটের কারনে হয়রানীর শিকার হতে হচ্ছে। টেরিফোন বিল বিদ্যুৎ বিল, বিভিন্ন ব্যাংক হিসাবে দেখা যায় এসব খুচরা মুদ্রা সঙ্কটের কারনে গ্রাহককে অতিরিক্ত কিছু দিয়ে টাকার অংকের বিল পরিশোধ করতে হয় ফলে যা কখনো মোট হিসাবের অন্তর্ভূক্ত হয় না। এভাবে সংশ্লিষ্ট প্রতিটি বিভাগের গ্রাহকদের ০৫ পয়সা থেকে ৯৫ পয়সা অতিরিক্ত দেওয়ার ফলে প্রতি বছর বিপুল অঙ্কের টাকা হিসাবের বাইরে থেকে যায়। ফলে শায়েস্তাগঞ্জের পৌরসভা সহ বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে এক টাকার কয়েনের পরিবর্তে একটি লজেন্স বা ম্যাচ বক্স গ্রাহকদের বুঝিয়ে দিচ্ছেন দোকানীরা। এ ব্যাপারে সরকারীভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন অভিজ্ঞ মহল। নাম প্রকাশ না করার শর্তে এ প্রসঙ্গে বলেন, সরকার এখন পর্যন্ত খুচরা ধাতব মুদ্রা গুলোকে বাজেয়াপ্ত করেনি। বিভিন্ন ব্যাংক, ডাকঘর, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান গুলোতে এসব মুদ্রার ব্যবহার চালু আছে। বাজারে এসব মুদ্রার পর্যাপ্ত সরবরাহ না থাকার কারনে গ্রাহকদেরকে বাড়তি পয়সা দিয়ে টাকার অঙ্কে হিসাব পরিশোধ করতে হচ্ছে। যা অর্থনীতিতে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com