নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আহমদ উল্যার পুত্র আব্দুল আলী (৫০)। জানা যায়, উপজেলার ওই গ্রামে ২০০২ সালে দায়ের করা একটি হত্যাকান্ডের মামলায় আব্দুল আলীর যাবজ্জীবন সাজা হয়। এর পর থেকে সে দীঘদিন ধরে পলাতক ছিল। গত রবিবার দিবাগত রাত অনুমান ৩টার সময় গোপন সূত্রে খবর পেয়ে নবীগঞ্জ থানার এএসআই জামাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।