প্রেস বিজ্ঞপ্তি ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জ মা ও শিশু স্বাস্থ্যে আয়োডিনের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল সন্ধ্যায় ক্লাবের সাপ্তাহিক সভায় ক্লাব প্রেসিডেন্ট মোতাব্বির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ দেওয়ান মিয়া। অনুষ্ঠানের শুরুতেই অতিথিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান ক্লাব সেক্রেটারি এস.এম মহসিন চৌধুরী। রোটারিয়ান মোঃ শাহীনের পরিচালনায় রোটারী ক্লাব অব হবিগঞ্জের কর্মকান্ডে নিয়ে আলোচনা করেন পিপি অ্যাডভোকেট এম এ মতিন খান। অতিথি বক্তা তার আলোচনায় জানান, ইউনিসেফ-এর সর্বশেষ জরিপে আয়োডিন ব্যবহারে হবিগঞ্জ জেলা অনেক পিছিয়ে রয়েছে। এ অবস্থা উত্তরণে সকল পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। বিশেষ করে লবণ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কঠোর নজরদারী ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। এ ব্যাপারে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিপি পূণ্যব্রত চৌধুরী, পিপি ফণীভূষণ দাশ, পিপি জগদীশ চন্দ্র মোদক ও পিপি এম এ রাজ্জাক। বক্তাগণ আয়োডিন ব্যবহার বাড়াতে জনগণকে সচেতন করতে নানা ধরণের কর্মপন্থা গ্রহণের পরামর্শ দেন। অনুষ্ঠানের শেষে সম্মানিত অতিথি মোঃ দেওয়ান মিয়াকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ক্লাব প্রেসিডেন্ট।