প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সিলেটে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দের উপর হামলার নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ছাত্র হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ। হামলার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে জেলা সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি দেবেশ ঋষি, মাহমুদা খাঁ, বৃন্দাবন কলেজ সংসদের নেতা সামরিনা নওশিন দীনা, কনিকা আক্তার চৌধুরী, কমল বিশ্বাস, রাহুল দাস প্রমুখ। সভায় বক্তাগণ অনতিবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তর দাবী জানান। অন্যথায় সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে গণ-দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে হামলাকারীদের প্রতিরোধ করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।