স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর রামপুরে ভাড়াটিয়ার হামলায় বাড়ির মালিক স্বামী স্ত্রী আহত হয়েছেন। আহত স্বামী স্ত্রী হলেন, ওই গ্রামের নুরুল ইসলাম (৪১) ও তার স্ত্রী খালেদা ইয়াসমিন (৩০)। হাসপাতালে আহত নুরুল ইসলাম জানান, একই এলাকার মামরুল মিয়া তার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করছেন। গতকাল রবিবার আড়াইটার দিকে মালিক নুরুল ইসলাম একটি গাছের চারা রোপন করেন। এ সময় মামরুল মিয়া বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মামরুল মিয়া নুরুল ইসলামের উপর হামলায় চালান। এসময় নুরুল ইসলামের স্ত্রী খালেদা ইয়াসমিন এগিয়ে এলে তার উপরও হামলা চালায় মামরুল মিয়া। এতে স্বামী স্ত্রী আহত হয়। তাদেরকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।