প্রেস বিজ্ঞপ্তি ॥ আওয়ামী সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন কর্তৃক ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণার প্রতিবাদে তাৎনিক এক প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বানিয়াচং উপজেলা। উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ মজিবুর রহমানের নেতৃত্বে মিছিলটি বড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় সাব-রেজিষ্ট্রার অফিস চত্বরে গিয়ে শেষ হয়। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জামায়াত নেতা সৈয়দ ফয়সল, মাহবুবুল আলম, মাওঃ কামাল উদ্দিন, শিবির সভাপতি (উত্তর) জহিরুল ইসলাম, শিবির সভাপতি (দক্ষিণ) এনামুল হক, মাহমুদ মিয়া, সৈয়দ নাজমুল হক, নুরুল ইসলাম, আবুল কাশেম মাসুক, ক্বারী আব্দুল মুহিত, আমির হোসেন, হুমায়ুন আহমেদ প্রমূখ।