বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে নোংরা পরিবেশে খাদ্য পরিবেশনকারী ৫টি হোটেলকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ডে দন্ডিত করেছে। গতকাল রোববার বেলা ১টার দিকে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুঁতি ধর ও রুবাইয়া আফরোজের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
আদালত বাহুবলের হামিদনগর এলাকার মা-মনি হোটেলকে ৫ হাজার ও নিশি বাবুর রেষ্টুরেন্টকে ১ হাজার এবং বাহুবল বাজারের আদর্শ মিষ্টি ঘরকে ১ হাজার, আব্দুল্লাহ হোটেলকে ১ হাজার ও রহমান হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করে।