নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু’র নিজস্ব তহবিল থেকে গতকাল রবিবার দুপুরে উপজেলা হলরুমে গরীব, দুস্থ ও অসহায় লোকদের মধ্যে সাহায্যের চেক বিতরণ করা হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, সহকারী কমিশনার ভুমি মোঃ আনোয়ার মিয়া, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, আব্দুল মুক্তাদির চৌধুরী, এডঃ মাসুম আহমেদ জাবেদ, দিলাওর হোসেন, ছালিক মিয়া, মেহের আলী মহালদার, নজরুল ইসলাম, ছাইম উদ্দিন, জেকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, নহরপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল ইসলাম, তিমিরপুর মাদ্রাসার সুপার লুৎফুর রহমান, মহিলা আওয়ামীলীগ নেত্রী ছইফা রহমান কাকলী প্রমুখ।