বাহুবল প্রতিনিধি ॥ প্রতারণা, অর্থ আত্মসাতসহ একাধিক অপরাধের মামলায় পলাতক আসামী বাহুবল উপজেলার হিলালপুর গ্রামের সাবেক মেম্বার ফরিদ তালুকদারের পুত্র কুখ্যাত ফরহাদ তালুকদার অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলহাজতে আছে। গত শুক্রবার রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে বাহুবল মডেল থানার এস আই আজিজুর রহমান নাঈম, এএসআই বাছির আলম, এএসআই মোজাম্মেল হকসহ একদল পুলিশ গ্রেফতার করে। ইতোপূর্বে একটি মামলায় ফরহাদ তালুকদারকে আদালত এক বছরের কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া অপর একটি মামলায় ২ মাসের কারাদন্ড ও ১৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয় তাকে।