স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার আউলিয়াবাদ গ্রামে মামলা তুলে না নেয়ায় বাদী ও তার স্ত্রীকে পিঠিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় তারা ঘরের জিনিসপত্র ভাংচুর ও লুটপাট করে নিয়ে গেছে। হামলায় আহত আবুল কাসেম (৫৫) ও তার স্ত্রী আলেয়া বেগম (৪০) কে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত সুত্রে জানা যায়, ভূমি নিয়ে প্রতিবেশী কথিপয় ব্যক্তির সাথে তাদের বিরোধ চলে আসছিল। এব্যাপারে আবুল কাসেম আদালতে একাধিক মামলা দায়ের করেন। এরপর থেকে উল্লেখিতরা আরো ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে। গত শুক্রবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ১০/১৫ জন লোক আবুল কাসেমের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের মারধর ও বাড়িতে ভাংচুর ও লুটপাট করে।