নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ আন্জুমানে হবিগঞ্জ জেলা নেতৃবৃন্দ বলেন, সমাজে ইসলাম বিরোধী কোন কাজ প্রণয়ন করা হলে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া দুর্বার আন্দোলন গড়ে তুলবে। বক্তারা বলেন, আমাদেরকে ব্যক্তি, পরিবার, সমাজ মেনে চলতে হবে। নীতি আদর্শ মেনে চললেই আমরা ইনশাল্লাহ আমরা সফল হবো। আল-ইসলাহ ও তালামীযের ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মুর্শিদ শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রঃ) আল্লাহ রাসূল (সাঃ) ছাহাবায়ের কেরামদের নীতিমালা, আমল, আকলাখ, আদর্শ বাস্তবায়নে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে বীর মুজাহিদের বেশে কাজ করে গেছেন। তার উত্তরসুরী হিসাবে আমাদেরকে ময়দানে নিরলসভাবে কাজ করতে হবে। বক্তারা গতকাল রবিবার বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ নবীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত অভিষেক অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ উপজেলা শাখার নব-নির্বাচিত মাওঃ এম.এ ছবুর এর সভাপতিত্বে ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ সাজ্জাদুর রহমানে উপস্থাপনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন নবীগঞ্জ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মন্নান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আব্দুল মুহিত রাসেল। উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ হবিগঞ্জ জেলা সহ-সভাপতি শাহ আহমদ আলী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি আলহাজ্ব হযরত মাওঃ কাজী এম. হাসান আলী, সাধারণ সম্পাদক কাজী মাওঃ নাজমুল হোসেন, কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মাওঃ এম এ নুর, সাবেক কেন্দ্রীয় নেতা মাওঃ শাহীদ আহমদ, লতিফিয়া ক্বারী সোসাইটি নবীগঞ্জ উপজেলা সভাপতি মাওঃ আব্দুল হান্নান, নবীগঞ্জ উপজেলা আল-ইসলাহ সাবেক আহ্বায়ক মাওঃ আব্দুর রহিম চৌধুরী, সদস্য সচিব আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ পৌর সাধারণ সম্পাদক কে এম দেলোয়ার হোসেন, ২ নং ইউনিয়ন সভাপতি আলহাজ্ব আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক কাজী মাওঃ গোলজার হোসেন, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন সাধারণ সম্পাদক কাজী নছিরুল ইসলাম, ৪নং দীঘলবাক ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফিজ মিজানুর রহমান, ৫নং আউশকান্দি ইউনিয়ন সভাপতি হাজী আব্দুর রউফ, ৭নং করগাঁও ইউনিয়ন সভাপতি মাওঃ আব্দুল বারী, ৮ নং নবীগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি হাফিজ ক্বারী ফিরোজ আহমদ, সাধারণ সম্পাদক ক্বারী আনছার মিয়া, ১০নং দেবপাড়া ইউনিয়ন সহ-সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মাহমুদুল বাছিত ইস্কন্দর, ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন সভাপতি মাওঃ জাবেদুল ইসলাম চৌধুরী ও হাফিজ আবুল কালাম আজাদ প্রমুখ।