প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ছাত্র জমিয়তের নবীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠনকল্পে এক সভা গত শনিবার বিকাল ৪ টায় ছাত্র জমিয়তের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওঃ ইনসাফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জমিয়তের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওঃ আব্দুল কাদির হোসাইনী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওঃ শায়খ আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমদ ওয়াইসি, মাওঃ সৈয়দ ফয়জুল বারী, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ আব্দুল আজিজ, মাওঃ ইমরান আহমদ, মাওঃ আব্দুল হান্নান, হাফিজ নুরুল হক, মৌলভী রায়হান আহমদ, মৌলভী মুরাদ আহমদ, মোঃ সাইদুর রহমান, মোঃ হাফিজুর রহমান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মাওঃ ইমরান আহমদকে আহ্বায়ক, মুরাদ আহমদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ঠ নবীগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় ঢাকা মহানগর জমিয়তের সভাপতি আল্লামা মুফতি আব্দুল আউয়াল ওয়াইসির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওঃ শায়খ আব্দুল বাছিত।