নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ফুটবল মাঠে গতকাল রবিবার বিকেলে কুর্শি গ্রামবাসীর উদ্যোগে এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি সিক্স স্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। উক্ত খেলায় কুর্শি মান্না ফুটবল ক্লাব বনাম বেতাপুর ফুটবল ক্লাব অংশ নেয়। নির্ধারিত সময়ের মধ্যে কুর্শি মান্না ফুটবল ক্লাব ০-২ গোলে ১ম স্থান অর্জন করে বিজয়ী হয়। খেলায় ২য় স্থান অর্জন করে বেতাপুর ফুটবল ক্লাব। ৩য় স্থান অর্জন করে উমরপুর ফুটবল ক্লাব। খেলায় সভাপতিত্ব করেন কুর্শি গ্রামের বিশিষ্ট মুরুব্বি মিজানুর রহমান শিকদার। কুর্শি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, দৈনিক বিবিয়ানা পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম প্রচার সম্পাদক শেখ ফয়জুল ইসলাম দিনু, উপজেলা জাতীয় যুবসংহতির যুগ্ম সম্পাদক নাসির চৌধুরী, উপজেলা জাতীয় ছাত্রসমাজের সহ-সভাপতি তোফায়েল আহমদ ছায়েদ, এনটিভির প্রতিনিধি তছনু চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুজেফর উল্লা, আছদ্দর উল্লা, বাবর খান, শিপন মিয়া, সওদাগর মিয়া, মহশিন চৌধুরী, বাবু খান, আশিক উল্লা প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আলী আকবর চৌধুরী মিন্টু। ধারাভাষ্যে ছিলেন মাসুদ রানা। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।