স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মাহমুদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে মহিলাসহ কমপক্ষে ২০জন আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা পৌনে বারোটার দিকে হবিগঞ্জ-নছরপুর বাইপাস সড়কে এ দুঘর্টনা ঘটে। গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, মাধবপুর থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী যাত্রীবাহী লোকাল বাস বেলা পৌনে বারোটার দিকে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুঘর্টনা ঘটে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন মহিলাও আছেন। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।