বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দুই মাস ব্যাপি ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ শেষ হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার ২৪ জন মেয়ে এবং ২০জন ছেলেসহ মোট ৪৮জন প্রশিক্ষণার্থী কম্পিউটার প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। গত বছরের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন হবিগঞ্জ-সিলেট জেলার সংরক্ষিত মহিলার আসনের এমপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এমপির উদ্যোগেই যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে একটি বাসের মধ্যেই তাদের প্রশিক্ষণ দেয়া হয়। দুই মাস প্রশিক্ষণ সমাপ্ত হলে তাদের মধ্যে সনদ পত্র বিতরণ করা হয়।
সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে, এমপি কেয়া চৌধুরী বলেন-আমাদের দেশের জনসংখ্য উল্লেখযোগ্য থাকলেও সে হারে দক্ষ জনশক্তি বাড়ছে না। তাই জননেত্রী শেখ হাসিনা সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এসব প্রশিক্ষণ পেয়ে যে কেউ নিজের পায়ে দাড়াতে পারবে। বাহুবলে এ প্রশিক্ষণ হয়েছে। পরবর্তীতে আরো প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি বলেন-এ কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা লেখাপড়ার সাথে ঘরে বসে বৈধপন্থায় টাকা রোজগার করতে পারবে। তিনি বলেন-বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকারের তথ্যপ্রযুক্তিকে আরো এগিয়ে নিতে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করা প্রয়োজন।
মোঃ কামরুজ্জামান ও আজাদুর রহমানের প্রশিক্ষণে ৪৮ জন শিক্ষার্থী দুইমাস ব্যাপী উপজেলা প্রাঙ্গণে দুই শিফটে কম্পিউটারের বেসিক ধারণা বাসে বসে গ্রহণ করে। আজাদুর রহমান জানান- এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষার্থী ঘরে বসে আয় করে নিজের খচর চালাতে পারবে। এতে করে তাদের লেখাপড়ার কোনো সমস্যা হবে না। বরং তারা নিজের টাকা দিয়ে লেখাপড়া চালিয়ে যেতে পারবে। হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবদুর রশীদ বলেন- এ বাসে করে এ ধরনের প্রশিক্ষণ সিলেট বিভাগের মধ্যে প্রথম বাহুবলে হয়েছে। তিনি বলেন- এমপি কেয়া চৌধুরী’র উদ্যোগ না থাকলে এ ধরনের প্রশিক্ষণ এখানে সম্ভব হতো না।
শিক্ষার্থীরা বলেন- আমরা স্বপ্নেও ভাবতে পারিনী এ ধরনের প্রশিক্ষণে অংশ নিতে পারব। আমরা এ সুযোগ কাজে লাগিয়ে গ্রামে বসে বৈধপথে আয় করে নিজেদের পায়ে দাঁড়াতে চাই।
জননেত্রী শেখ হাসিনার কাছ আমদেরকে এ ধরনের সুযোগ তৈরী করে দেয়ায় এমপি কেয়া আপার প্রতি কৃতজ্ঞতা আর ভালবাসা জানাই। তারা আরো বলেন- শুধু শুনতাম ডিজিটাল। আমরা বাস্তবে দেখতে পারছি এবং কাজ করেছি। বাসে বসে লোকজন চলাচল করে। তথ্যপ্রযুক্তি শেখা বাসে বসে সত্যি আনন্দের শেষ হচ্ছে না। আজ সবাই প্রতিজ্ঞাবদ্ধ এ প্রশিক্ষণ নিয়ে নিজের মেধা কাজে লাগিয়ে আমরা বাহুবলকে সত্যিকারের ডিজিটাল উপজেলা হিসেবে রূপ দেব।