নবীগঞ্জ প্রতিনিধি ॥ ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসা নবীগঞ্জ উপজেলা শাখা গতকাল শনিবার সকাল ১১ টায় বিশিষ্ট শিক্ষানুরাগী লন্ডন প্রবাসী আনোয়ার আলীকে এক বিশাল গণ সংর্বধনা প্রদান করেছে। স্থানীয় সাকুয়া টুকের বাজারস্থ উক্ত শিক্ষা প্রতিষ্টানে অনুষ্টিত সংর্বধনা সভায় সভাপতিত্ব করেন ইকরা বাংলাদেশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাওঃ মোজাহিদ আলী। শিক্ষক আবুল কাশেমের পরিচানায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সংর্বধিত ব্যক্তি সমাজ সেবক আনোয়ার আলী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাউন্সিলর এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজেদ মিয়া, বাজার কমিটির সভাপতি আব্দুর রউপ ও প্রাইমারী শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী আব্দুল হক, সাজন মিয়া, সাহেব আলী, মাওঃ ইব্রাহিম আলী, শিক্ষক ছকির উদ্দিন, মিজান মিয়া, সাবেক মেম্বার আব্দুল করিম প্রমূখ। অনুষ্টান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওঃ বরকত আলী। অনুষ্টানে সংর্বধিত ব্যক্তি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক আনোয়ার আলী ইকরা বাংলাদেশ স্কুল এন্ড কলেজের জন্য প্রায় ১৫ শতক ভুমি দানসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।