লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সাবেক মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষ, অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক আহত হয়েছে। প্রায় ২ ঘন্টা সংঘর্ষ চলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার নোযাগাও গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে-দীর্ঘদিন ধরে ওই গ্রামের দুই সাবেক মেম্বার আব্দুল জলিল ও মালেক মেম্বারের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামালা মোকদ্দমা চলে আসছে। গতকাল সাড়ে ৩টার দিকে আব্দুল জলিল মেম্বার সহ তার পক্ষের ৪/৫জন লোক নোয়াগাও থেকে বামৈ আসার উদ্যেশে রওয়ানা দেয়। তারা মালেক মেম্বারের বাড়ির রাস্তায় পৌছামাত্র পূর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাদের উপর আক্রমন করে। এ সময় কাউছার, জামিল ও ফখরুলকে তারা কুপিয়ে জখম করে। এর জের ধরে উভয় দলের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ঘন্টা ব্যাপি সংঘর্ষ চলাকালে জিয়াউর রহমান, হাজী নুর মিয়া, রাশিদ মিয়া, ওয়হিদ মিয়া, কাইউম মিয়া, নুর ইসলাম, আব্দুল হাই ও সরত উল্লার বাড়ি ঘরে লুটপাটের ঘটনা ঘটে। এ ছাড়াও মুতি মিয়া নামে এক ব্যক্তির ঘরে অগ্নিসংযোগ করা হয়। ঘরটি সম্পুর্ণ ভষ্মিভুত হয়েছে। আহতদের মধ্যে কাউছার (৩০), জামিল (২২), ফখরুƒদ্দিন (৩২), মফিজুল (৩২), হাফিজুল (২৮), জলিল মেম্বার (৬০) আক্কাশ (৫৫) হামিদা (২০), মিয়া হুসেন (৩২), আজিম (৩৮), মুস্তফা (৩৫) আজমান, আমির আলী (৩০), শফি (৭০), সুজন (৩৫) খাইরুদ্দিন (৩৫)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে লাখাই থানার ওসি নাজিম উদ্দিন জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটে।