রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে শুক্রবার বিকালে অভিযান চালিয়ে ১২৭ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান- গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে বিজিবি মনতলা বিওপির সুবেদার রাইমোহন সিংহের নেতৃত্বে একদল বিজিবি সদস্য উল্লেখিত গ্রামে অভিযান চালিয়ে ১২৭ বোতল ভারতীয় মদ আটক করে। যার মূল্য প্রায় ২ লাখ টাকা। এ ব্যাপারে মনতলা বিওপির সুবেদার রাইমোহন সিং বাদি হয়ে বহরা ইউনিয়নের দূলর্ভপুর গ্রামের লাল মিয়ার ছেলে কামাল মিয়া (২৮) এবং শ্রীধরপুর গ্রামের মৃত হাদিস মিয়ার ছেলে কাউছার মিয়া (৩৫)কে আসামী করে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।