প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শুক্রবার বাদ জুম্মা ঐতিহ্যবাহি হবিগঞ্জ কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সদস্য দৈনিক তরফ বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর পিতা আলহাজ্জ নুর মিয়া চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন, ঐতিহ্যবাহি কোর্ট জামে মসজিদ হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ আমিনুল হক ও মোয়াজ্জিন মোজাহিদুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন হবিগঞ্জ কেন্দ্রীয় শাহী ঈদ গাহ’র প্রধান খতিব ও অত্র মসজিদের খতিব আল্লামা গোলাম মোস্তাফা নবীনগরী। হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, ফোরাম সভাপতি শাহ মশিউর রহমান কামাল, সিনিয়র সহ-সভাপতি হেমায়েত আলী খান জাতু, দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তফা রফিক, সাংবাদিক রহমত আলী, কেএমএ ওয়াহাব নাঈমী, শরীফ চৌধুরী, তোফায়েল রেজা সোহেল, আজিজুর রহমান খান সজল, মীর আব্দুল কাদির, খলিলুর রহমান খলিল, রায়হান উদ্দিন সুমন, জাহেদ আলী, আলহাজ্ব এমএ আউয়াল প্রমূখ। অন্যান্য সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, কৃষি ব্যাংক কর্মচারি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সভাপতি ফরিদ আহমেদ রাজু, নাজির আব্দুস সামাদ, এডঃ লিটন, আলহাজ্ব তোতা মিয়া, ইফতেখার আহমদ হাবলু, ব্যবসায়ী আব্দুল মালেক প্রমুখ। মিলাদ শেষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।