স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে এক পাগলের আবির্ভাব ঘটেছে। গত এক সপ্তাহ ধরে এক পাগল হাসপাতালে ঘাটি গেড়েছে। পাগলটি প্রায় সময়ই রোগীদেরকে বিরক্ত করছে বলে ওয়ার্ডে ভর্তি রোগীরা জানান। ওয়ার্ডে ঢুকে মূল্যবান জিনিস নিয়ে আসে আবার অনেক সময় শিশুদেরকে ভয়ভীতি প্রর্দশন করে। রোগীরা অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষকে বলার পরও কোন ব্যবস্থা নিচ্ছেন না। পাগলের কাছে তার পরিচয় জানতে চাইলে সে জানায়- তার নাম নিরব, বাবার নাম বিরব, বাড়ি-পুটিজুরী, বর্তমান ঠিকানা হাসপাতাল।