মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের প্রক্ষাত সমাজ সেবক আদাঐর ইউনিয়নের পদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান, পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ, প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় সহ বহু সামাজিক ও ধর্মীয় প্রতিষ্টানের প্রতিষ্টাতা বিনোদ বিহারি মোদক আর নেই। তিনি গতকাল শুক্রবার বিকেল ৩টা ৪০মিনিটে বার্ধ্যক্য জনিত কারনে মাধবপুরস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ২ছেলে ২মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। রাত ৯টায় নোয়াগাঁও স্বশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্টিত হয়। তার মৃত্যুতে সংসদ সদস্য হবিগঞ্জ-৪ এডভোকেট মাহবুব আলী, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এড.মোহাম্মদ আলী পাঠান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, সহ সভাপতি মহিউজ্জামান হারুন, সাধারণ সম্পাদক আলহাজ আতিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সুকমল রায়, প্রেসকাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারন সম্পাদক মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুছ চকদার মাখন, মনোজ কান্তি পাল, জাপা সভাপতি কদর আলী মোল্লা, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মনির গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।