প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে রাম কৃষ্ণ সংঘের কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে নবীগঞ্জ পৌর শহরে শ্রীশ্রী গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গণে পৌর সভার কাউন্সিলর যুবরাজ গোপের আহ্বানে এক সভা অনুষ্টিত হয়। সাবেক কমিশনার দেবলা দাশের সভাপতিত্বে সভায় সমন্বয়ের দায়িত্ব পালন করেন সুবিনয় কর, নারায়ন রায়, ভবানী শংকর ভট্রাচার্য্য, মৃনাল কান্তি দাশ বাদল, হরিপদ দাশ, গৌতম রায় ও কাউন্সিলর যুবরাজ গোপ। ৭ সদস্য সমন্বয় কমিটি নবীগঞ্জ জেকে হাইস্কুলের শিক্ষক রথীন্দ্র চন্দ্র দে মুকুলকে সভাপতি এবং অনিমেষ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠনের প্রস্তাব করলে সভায় সর্ব সম্মতিক্রমে তা গৃহীত হয়। সাধারণ সভায় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তী সময়ে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।