প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ নেতা জাহির আহমেদ অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন। তার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শহরতলীর বহুলা হযরত ফাতেমা (রাঃ) মসজিদ ও হযরত শাহ পরান (রঃ) মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হযরত ফাতেমা (রাঃ) মসজিদে জেলা স্বেচ্ছাসেবকলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শামীম মিয়ার উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন, মাওঃ আমিনুল ইসলাম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ সৈয়দ হোসেন, আওয়ামীলীগ নেতা আছকির মিয়া, যুবলীগ নেতা জাহির মিয়া ও প্রজন্ম লীগ নেতা আবু তাহের সুমন।