স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ একটি সু-সংগঠিত দল হওয়ায় জনগনকে সাথে নিয়ে আন্দোলন করে বিএনপি ও জাতীয় পার্টিকে ক্ষমতা থেকে নামিয়েছিল। কিন্তু বিএনপি শ্রমজীবি মানুষের পেটে লাথি দিয়ে নিরিহ লোকজনকে পেট্রোল বোমা দিয়ে হত্যা করে ক্ষমতায় যেতে ছেয়েছিল। কিন্তু তাদের সেই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। আগামী দিনেও বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে শ্রমিক লীগকে পাড়া মহল্লায় শক্তিশালী করতে হবে। পাশাপাশি হবিগঞ্জে নতুন সম্মেলনের মাধ্যমে শ্রমিক লীগকে আরও গতিশীল করতে হবে।
গতকাল রাতে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা শ্রমিক লীগের আয়োজনে জরুরী কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। জেলা শ্রমিক লীগের সভাপতি আরব আলীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ও কৃষি ব্যাংক কেন্দ্রীয় সিবিএ’র সভাপতি ফরিদ আহমেদ রাজু, মহিবুর রহমান, আব্দুল মান্নান ও রেবা চৌধুরী।