বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে গাড়ি পুড়া পুলিশের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় শাহজাদা নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহজাদা উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাও গ্রামের মোতাব্বিরের ছেলে।
জানা যায়, বাহুবল মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তার গ্রামের বাড়ি বানিয়াগাও থেকে তাকে গ্রেফতার করে। আলিফ সোবহান চৌধুরী ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্ল্যখ্য, সম্প্রতি উপজেলার মিরপুরে কোকাকোলা কোম্পানীর মালসহ একটি ট্রাক আগুনে পুড়িয়ে দেয় দূর্বৃত্তরা। পর দিন দুপুরে বাহুবল মডেল থানায় এসআই আজিজুর রহমান নাইম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় তাকে গ্রেফাতার দেখানো হয়েছে বলে পুলিশ জানায়।