স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ১০০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছে-গ্রেফতারকৃত উপজেলার নারায়ণখোলা গ্রামের ছায়েদুল ইসলামের ছেলে সালাউদ্দিন (২২)। গতকাল সকালের দিকে মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার এসআই শামস-ই তাব্রিজ জানান, সালাউদ্দিন ইটাখোলা এলাকায় ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।