প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় যুব সংহতির ৩২তম প্রতিষ্টা বাষির্কী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা আহ্বায়ক জালাল উদ্দিন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- এডঃ শিবলী খায়ের, গাজী মিছবা উদ্দিন, ফটিক খান, মামুন আহমেদ, শিফাজুল আহমেদ শামীম, নজরুল খান, জয়নাল মিয়া, ফরহাদ খান, ছাব্বির, রহিম মিয়া, মিজাজুল, দ্বীন ইসলাম, সজল রায়, আলমগীর মিয়া, শান্ত রায়, শামীম মিয়া, সবুজ মিয়া, অনয় রায়, হামিদ মিয়া, আলিম মিয়া, খেজুর মিয়া ও আবেদ খান প্রমুখ।