প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে জাতীয় যুবসংহতির ২৭তম প্রতিষ্টা বাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে শেরপুর রোডস্থ দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমীন পাঠান ফুল মিয়ার পরিচালনায় অনুষ্টান শুরুতেই নেতাকর্মীরা কেক কাটেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, জেলা জাতীয় পার্টির যুগ্ম প্রচার সম্পাদক শেখ ফয়জুল ইসলাম দিনু, যুগ্ম স্বাস্থ্য ও প.প বিষয়ক সম্পাদক নুরুল হক তুহিন, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, শহীদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় যুবসংহতির সহ-সভাপতি নাজমুল হোসেন খান, যুগ্ম সম্পাদক নাসির চৌধুরী, মুজাহিদুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক মির্জা হুসাইন আহমদ হামজা, যুবনেতা সাইফুল ইসলাম, বদরুল ইসলাম, আব্দুল মতিন মুন্না, আব্দুল ছামির, রুমান আহমদ, মুশাহিদ আহমেদ চৌধুরী, ডিগ্রি কলেজ শাখা ছাত্রসমাজের সভাপতি নিয়ামুল করিম অপু, পৌর ছাত্রসমাজ খাইরুল ইসলাম চৌধুরী মিলন, নেতা নিউটন সূত্রধর, হাফিজুর রহমান প্রমূখ।