স্টাফ রিপোর্টার ॥ গতকাল বিশ্ব অটিজম দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক এক র্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজের সম্মুখ হতে উক্ত র্যালী শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ। প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: সুয়েব হোসেন চৌধুরী। র্যালী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন কামরুজ্জামান রুবেল। উপস্থিত ছিলেন শেখ মো: তানভীর আহমেদ, শাহ আলম, প্রভাত বৈষ্ণব, মিশন দাস, মো: নাজমুল হক (দিপু), সাহী খান, সুমন মোদক, হৃদয় আহমেদ, সৈয়দ মাসরুর আলম, সিফাত জাহান জেসি, জান্নাত হাফসা চৌধুরী সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।