এক্সপ্রেস ডেস্ক ॥ ইয়েমেনের শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এডেন শহরের লড়াই আরো তীব্র হয়েছে এবং বিদ্রোহীদের লক্ষ্য করে চলছে সৌদি আরবের বোমা বর্ষণ। এ অবস্থায় ইয়েমেনে আটকা পড়েছে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। যেসব বাংলাদেশি আটকা পড়েছেন তাদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা করছে বাংলাদেশের সরকার। এ বিষয়ে বিবিসির সাথে কথা বলেছেন প্রবাসী বাংলাদেশি জহিরুল ইসলাম। ইমেয়েনের বর্তমান অবস্থা বর্ণনা করে বলেন, এখানে গত ৪/৫ দিন ধরে বিমান হামলা চলছে। পাকিস্তান এখান থেকে কিছু নাগরিক তুলে নিয়েছে। এমনকি ভারত গতকাল পর্যন্ত কিছু নাগরিক জাহাজে করে সরিয়ে নিয়েছে। এয়ারপোর্ট বন্ধ থাকা অবস্থায়ও ভারত সরকার ভারতীয় দূতাবাসের মাধ্যমে শিয়া বিদ্রোহীদের সাথে কথা বলে প্রায় তিনশ নাগরিককে তারা ফিরিয়ে নিয়েছে। আমরা গত ৪/৫ দিন ধরে নিরূপায় হয়ে বসে আছি। আমরা গতকাল থেকে নিউজে দেখছি যে, বাংলাদেশ সরকার ভারতীয় দূতাবাসের সহযোগীতায় আমাদেরকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমার কাছে মনে হচ্ছে এতে অনেক দীর্ঘ সময় লাগবে। কারণ এখানে ভারতের নাগরিক আমাদের চেয়ে বেশি। অবশ্যই তারা তাদের নাগরিকদের নেয়া শেষ না হওয়া পর্যন্ত আমাদের নেয়া শুরু করবে না। এখানে বাংলাদেশিরা সাধারণ শ্রমিকের কাজ করে। তারা খেয়ে না খেয়ে ৪/৫ দিন ধরে ভারতীয় দূতাবাসের সামনে অবস্থান করছে। শুধু একটা নাম তোলার জন্য। তাদের দেশে ফেরার একটা ব্যবস্থা করার জন্য। ইয়েমেনে বাংলাদেশের দূতাবাস নেই। কুয়েত দূতাবাস থেকে যোগাযোগ করতে বলা হয়েছে। কুয়েত দূতাবাস থেকে আপনাদের সঙ্গে কি যোগাযোগ করা হচ্ছে কিনা জানতে চাইলে জহিরুল বলেন, আমি গত তিন দিন আগে কুয়েত এম্বাসীর কর্মকর্তা আসাবউদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমি তাকে কিছু চিঠিপত্র ও ইমেল পাঠিয়েছি। গতকাল তিনি আমাদের ফোন করেছেন ও বিভিন্ন মাধ্যমে যোগাযোগও করেছে। তবে আমরা এখনও নিশ্চিন্ত হতে পারছি না। আমরা বুঝতে পারছি না যে কি হবে। এ মুহূর্তে ইয়েমেনে মোট কতজন বাংলাদেশি আছে তা জানাতে গিয়ে জহিরুল বলেন, কুয়েত এম্বাসী আমাদের একটা লিস্ট করার জন্য বলেছে। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি। আমার জানা মতে আমাদের থানাতে দুই থেকে আড়াই হাজার বাংলাদেশি আছে। দুই থেকে আড়াই হাজার শুধু থানাতেই আছে। তার মধ্যে আবার ৮/১০টা সিটিও আছে। আমার ধারনা এখানে ৮/১০ হাজার বাংলাদেশি আছে। তবে বাংলাদেশ সরকার বলছে বাংলাদেশিদের সংখ্যা ইয়েমেনের তিন হাজারের মতো। এ সংখ্যাটা আপনার কতটুকু সঠিক তা জানতে চাইলে জহিরুল ইসলাম বলেন, ‘আমি বাংলাদেশ সরকারকে একটা কথাই বলব যে, ঢাকা এমবাসিতে নিশ্চয় লিস্ট আছে। আপনারা সেখানে গিয়ে সেই লিস্ট দেখেন। এখানে গত দুই বছরে ৩ হাজারের উপরে বাংলাদেশি এসেছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো গত ৩ বছরে বাংলাদেশিরা বহু থানা এয়ারপোর্টে ঢুকেছে’। তিনি বলেন, আমরা একটাই কথা দেশবাসিকে বলব, আমাদের প্রতিটা দিন খুব অসহায়ের মত যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা গ্যাস সিলিন্ডার ছাড়া এখানে কোনো গ্যাস লাইন নেই। আমাদের সিলিন্ডার ১৫/২০ দিন যায়। এখন আমরা শুকনো খাবার রাখার চেষ্টা করছি। তারপর দেখি কি করা যায়। সবচেয়ে বড় কথা বোমা, এখানে সন্ধ্যা থেকে বোমা হামলা শুরু হয় ফজর নামায পর্যন্ত। আমরা এখানে বোমার আওয়াজে থাকতে পারছি না। সরকারি অফিস থেকে শুরু করে সবকিছু বন্ধ হয়ে গেছে । এখানকার সব অফিস এমনকি যোগাযোগ ব্যবস্থাও বন্ধ করে দেওয়া হয়েছে। এখানকার শ্রমিকদের বেতন ১৫/২০ হাজার ডলার। তাতে চলতেই অসুবিধা হয়ে যায়। আর যদি কোনো কারণে তারা একমাসের বেতন আটকে রাখে তাতে আরো করুণ অবস্থা হয়।