চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার চন্দ্র মল্লিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল সমাপ্ত হয়েছে। বিকালে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ওসমান গনি কাজল। শিক্ষক আঃ বাতেনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, সহকারি কমিশানর তন্ময় ইসলাম, পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক, ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, আবেদ হাসনাত চৌধুরী সনজু ও চা বাগান ব্যবস্থাপন জহুরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নব কুমার সিংহ, আব্দুল হাই প্রিন্স, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক প্রতিনিধিগণ। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।