বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

৭ হাজার বাংলাদেশিকে বৈধতা দিচ্ছে জর্দান

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০১৫
  • ৩৮৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যের দেশ জর্দান ৭হাজার অবৈধ বাংলাদেশি প্রবাসীকে বৈধতা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি সেদেশে নতুন করে শ্রমিক রপ্তানির সম্ভাবনাও দেখা দিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব খন্দকার ইফতেখার হায়দার। গতকাল বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনে সফররত জর্দান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক ও নারী শ্রমিকদের কাজের পরিবেশ ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর শেষে এ কথা জানান তিনি। সচিব বলেন, ‘বাংলাদেশ থেকে বিভিন্ন সময় ট্যুরিস্ট ও অন্যান্য ভিসায় গিয়ে ৭ থেকে ৮ হাজার বাংলাদেশি আর ফিরে আসেনি। তারা অবৈধভাবে দেশটিতে কর্মরত থাকায় বৈধতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জর্দান সরকার। যার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এ প্রক্রিয়া শেষ হলে কনস্ট্রাকশন ও কৃষি খাতে বাংলাদেশ থেকে পুরুষ শ্রমিক নেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। ইফতেখার হায়দার বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বাংলাদেশি নারী শ্রমিকরা জর্দানেই সবচেয়ে নিরাপদে রয়েছে। দেশটির সঙ্গে আমাদের পূর্ব থেকেই চুক্তি রয়েছে। এ চুক্তির জয়েন্ট ওয়ার্কিং গ্র“পের অংশ হিসেবে এ বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশি নারী শ্রমিকদের কাজের পরিবেশ, প্রশিক্ষণ, মেডিকেল চেকআপ ও অবৈধ পুরুষ শ্রমিকদের বিষয়ে কথা হয়েছে। নারী শ্রমিকদের ক্ষেত্রে বাংলাদেশ থেকে পাঠানো মেডিকেল চেক আপ অনেক ক্ষেত্রেই জর্দানের চেক আপের সঙ্গে মিল থাকে না। প্রতিনিধি দলের এ বিষয়টিতে উদ্বেগের কারণে মেডিকেল চেক আপ ডিজিটাল করার সিদ্ধান্ত হয়েছে। সফরত জর্দানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ক গভর্ণর ওয়ালিদ আবেদা বলেন, বৈঠকে আমরা বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা, মেডিকেল ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেছি। মেডিকেল চেক আপের বিষয়টি উভয় দেশের সমন্বয়ে করার সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য গত ২৯ মার্চ ঢাকায় এসেছে জর্দানের বিভিন্ন মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এতে দেশটির স্বরাষ্ট্র, স্বাস্থ্য এবং শ্রম মন্ত্রণালয় ও রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com