স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেকে এন্ড হাই স্কুলের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের বরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেটে আবু জাহির। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অভিভাবক সদস্য আব্দুল আজিজ, জালাল আহমেদ, আব্দুল মতিন, আলহাজ্ব এনামূল হক, শিক্ষক শেখ কামাল উদ্দিন, শাহাজাহান কবির, লিপিকা রায়, রফিকুল ইসলাম, জিতু মিয়া, রজব আলী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আবু জাহির বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য সকলে এক সাথে কাজ করতে হবে। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন করেছে। তিনি বলেন আগামী মার্চের মধ্যেই স্কুলকে কলেজে রূপান্তরিত করা হবে। তিনি স্কুলের উন্নয়নের জন্য আরো ১ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষনা দেন। অনুষ্ঠানের শুরুতেই নব নির্বাচিত অভিভাবক সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।