লন্ডন থেকে রাজিব আহমদ ॥ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয়তা দিবস উদযাপন উপলক্ষ্যে ১লা এপ্রিল জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইউকের লন্ডন শাখার উদ্যোগে সেন্ট্রাল লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক আলোচনা সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের লন্ডন শাখার সভাপতি যুবনেতা জুবায়ের আহমদ সেলিমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা আমিনুর রহমান আবিদের পরিচালনায় সামাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় আহবায়ক যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি লিডার মকিস মনসুর আহমদ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকের ডেপুটি কনভেনার ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউপোর্ট আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ তাহির উল্ল্যাহ, সংগঠনের কেন্দ্রীয় ডেপুটি কনভেনার আবুল হোসেন ওয়াদুদ, ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান জসিম। ম্যানচেস্টার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা রুহুল আমিন রুহেল, যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম, ওয়েলস আওয়ামী লীগের সদস্য সচীব আব্দুল মুহিত আফজল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লিলু মিয়া, মৌলভীবাজার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আখলাকুর রহমান আসমা মতিন ও সাবেক ছাত্রনেতা রাধা কান্তিধর।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সংগঠনের ডেপুটি কনভেনার যুবনেতা আমজাদ হোসেন সানি।
স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি কনভেনার লেখক, সাংস্কৃতিক সংগঠক কবি লিপি হালদার।
এরপর বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলমগীর, শাহ মোঃ শাফি কাদির, আব্দুল ওয়াহিদ বাবুল, মাহমুদ আলী, জহির উদ্দিন আলী, ফেরদৌস রহমান, রুহেল আমিন খান, আফজাল হোসেন সানি, লিপি হালদার, মুহিদ রহমান, আব্দুর রব, আজাদুর রহমান, ছাত্রনেতা এমএ জাকির খান, আব্দুল মোহাইমিন পারভেজ, দেওয়ান ফাহিম চৌধুরী, নজরুল ইসলাম, শামীম আহমদ, সেলিম আহমদ, আতিকুল ইসলাম, সাজ্জাদ খান নিক্সন, নজরুল ইসলাম ইমন, শাওন রহমান, ওয়াসিম সিদ্দীক, রাজিব আহমদ, মোঃ জাহান জসিম ও বদরুল মনসুর প্রমুখ।