স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকা থেকে আইনজীবি সহকারি কবির আখঞ্জি (৩০) কে তুলে নিয়ে ৫ ঘন্টা পর মুক্তি দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সুত্রে জানা যায়, বানিযাচং উপজেলার আতুকুড়া গ্রামের মৃত নানু মিয়ার পুত্র হবিগঞ্জ কোর্টের আইনজীবি সহকারি কবির আখঞ্জি। টাকা পাওনা নিয়ে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন তাকে গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের বাণিজ্যিক এলাকা থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে একটি বাসায় আটকে রাখে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আইনজীবি সহকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।