প্রেস বিজ্ঞপ্তি ॥ এসডিএম ফাউন্ডেশনের উদ্যোগে জলবায়ূ পরিবর্তনে খাদ্য নিরাপত্তা বিষয়ক ইয়ূথ ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বানিয়াচং উপজেলার বিএসডি মহিলা মাদ্রাসায় এই সভা অনুষ্ঠিত হয়। আইডিয়া, সিএমআরএল ও অক্সফাম এর সহযোগীতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুবাশ্বির আহমেদ। সহকারী শিক্ষক আব্দুস সামাদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বিশ্ব ব্যাংক অর্থনৈথিক বিষয়ক পরামর্শদাতা মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, পেট্রো বাংলার সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল সামছুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, প্রভাষক আমিনুল হক, নির্বাহী পরিচালক সাদিকুর রহমান, নির্বাহী পরিচালক কামরুল হাসান কাজল, সাংবাদিক শাহ কামাল সাগর, নাইমা আক্তার, খাদিজা আক্তার প্রমুখ। পরে বিএসডি মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা জমি আবাদ ও পরিচর্চা, কৃষি কর্ম এবং কৃষি উপর বিতর্ক প্রতিযোগীতা অংশ গ্রহন করেন।