বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে নিউমোনিয়া টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনভর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেবপদ রায়ের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তারিনা খানমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাঃ হরিপদ রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম, আওয়ামীলীগের সভাপতি আমীর হুসেন মাস্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা কুতুব উদ্দিন প্রমূখ। প্রজেক্টরের মাধ্যমে কর্মসূচীর তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ডাঃ অতনু কুমার দেব। বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, আঙ্গুর মিয়া, শিক্ষক আলী রহমান প্রমূখ। এসব প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেবপদ রায়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, বানিয়াচং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক হাফেজ ছিদ্দিক আহমদ, দৈনিক হবিগঞ্জের আয়না’র সম্পাদক রাশেদ আহমদ খান, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র পান্ডে, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, সাংবাদিক তোফায়েল রেজা সোহেল, শেখ যোবায়ের জসিম, আনোয়ার হোসেন প্রমূখ।