প্রেস বিজ্ঞপ্তি ॥ ইপিআই টিকাদান কার্যক্রমে পিসিভি এবং আইপিভি টিকা সংযোজনের লক্ষ্যে এডভোকেসী সভা গতকাল সকালে হবিগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ইয়াহইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম। এতে বক্তব্য রাখেন ডাঃ সাবিনা আশরাফী লিপি, ডাঃ সঙ্গীতা ভট্টাচার্য। সভায় সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।