প্রেস বিজ্ঞপ্তি ॥ যুক্তরাজ্যের বসবাসরত হবিগঞ্জের ব্যবসায়ীবৃন্দ গত সোমবার সন্ধ্যা ৭টায় যুক্তরাজ্যের ব্রিকলেইন শহরে আমার গাঁও রেস্টুরেন্টে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর ২য় বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মোতাচ্ছিরুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন সাবেক ছাত্র নেতা বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম। সভা পরিচালনা করেন চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক। অনুষ্ঠানের প্রথম পর্বে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর ২য় বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মোতাচ্ছিরুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা বিশিষ্ট ব্যবসায়ী নুরউদ্দিন চৌধুরী বুলবুল, ভূমি মন্ত্রীর ছেলে ও সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আকতারুজ্জামান, জাকির, মারুফ আহমেদ, শাহ ফয়েজ, প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম শাকিল, জাকারিয়া চৌধুরী ফেরদৌস, খায়রুজ্জামান জাহাঙ্গীর, অলিউর রহমান অলি, আল-আমিন, আব্দুল আজিজ, আসাবুল রহমান জীবন, দেওয়ান রব মোরশেদ, আফজাল, মোতাব্বির হোসেন, অজিত লাল দাশ, তুহিন চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে মোতাচ্ছিরুর ইসলাম বলেন, প্রবাসে থেকে ও আপনারা আমাকে সব সময় সহযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। হবিগঞ্জের উন্নয়নের স্বার্থে শিল্প কারখানা স্থাপন করে হবিগঞ্জের মানুষের কর্মসংস্থান এর সুযোগ করে দেয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আগামী নির্বাচনে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।