স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা দিবসের আলোচনা সভায় শহীদ রাষ্ঠ্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবী করে বক্তব্য রাখায় উপজেলা চেয়ারম্যান এবং মাধবপুর উপজেলা বিএনপি’র সভাপতি ফজলে আকবর সৈয়দ মোঃ শাহজাহান ও মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এর বিরুদ্ধে মাধবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন উপজেলার চৌমুহনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউস সামাদ বাবু। মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১১টার দিকে আতাউস সামাদ বাবু বাদী ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
উল্লেখ, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গত ২৬ মার্চ রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবী করে বক্তব্য রাখেন। সাথে সাথে এ বক্তব্যের প্রতিবাদ জানান সভাস্থলে উপস্থিত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। এতে সভাস্থলে দেখা দেয় বিশৃংখলা। শুরু হয় হট্টগোল। এক পর্যায়ে প্রতিবাদের মুখে সৈয়দ মোঃ শাহজাহান বক্তব্য বন্ধ করে সভা মঞ্চ থেকে চলে যান। এরই মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ উপজেলা চেয়ারম্যানের পক্ষে সভা মঞ্চে এসে মাইকে উপজেলা চেয়ারম্যানের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। এদিকে ঘটনার খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মুসলিম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে সভা মঞ্চে উঠে উপজেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলামকে মারধর করেন। এ ঘটনায় মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে ওই দিন রাতেই মাধবপুর থানায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র শাহ মোঃ মুসলিমসহ ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০/৪৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।