শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল পাওয়া শুরু করেছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, ডিজিটাল বাংলাদেশের সুচনা করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশের মানুষ আজ ডিজিটাল বাংলাদেশের সুফল পাওয়া শুরু করেছে। বাড়ীতে বসেই বিদেশে থাকা ছেলেকে দেখে মা কথা বলতে পারছে। চিকিৎসা সেবার জন্য ঘরে বসেই ডাক্তার পরামর্শ গ্রহণ পারছে। কৃষি তথ্যের জন্য কৃষককে আর জেলা শহরে যেতে হয়না। হাতের কাছেই সব ধরণের তথ্য পেয়ে যাচ্ছে। পরিবার ফলাফলের জন্য পরিক্ষার্থীকে লাইনে দাড়িয়ে ফলাফল জানতে হয়না। গ্রাম-গঞ্জে, শহরে বন্দরে সর্বক্ষেত্রে আজ ডিজিটালের ছোয়া লেগেছে। তিনি গতকাল সোমবার হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। শায়েস্তাগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা ডিজিটাল মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশফাকুল হক চৌধুরী। জহুর চান বিবি মহিলা কলেজের প্রভাষক জালাল উদ্দিন রুমীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ ছালেক মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান। আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ বিশ^জিৎ পাল, প্রভাষক মোঃ আজিজুল হাসান চৌধুরী, তোফাজ উদ্দিন আহমেদ, ডাঃ ফেরদৌসী ইসলাম, প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দিন, ওয়াকিল আহম্মেদ, রুহুল কদ্দুস, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমুখ। উক্ত ডিজিটাল মেলায় শায়েস্তাগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫টি কক্ষে ১৫টি স্টল স্থাপন করা হয়েছে। অংশ গ্রহনকারী স্টলগুলো হচ্ছে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল, কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত শায়েস্তাগঞ্জ কম্পিউটার ইন্সটিটিউট, শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ, শায়েস্তাগঞ্জ কামিল মাদরাসা, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, সাবাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বড়চর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উপজেলা মৎস্য অফিস, উপজেলা কৃষি অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। এ মেলা আজ মঙ্গলবার দুপুর ২ টা পর্যন্ত চলবে। মেলা প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তিদের উপস্থিতি চোখে পড়ার মত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com