স্টাফ রিপোর্টার ॥ দৈনিক মানবকন্ঠের সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন গত শুক্রবার সম্পন্ন হয়েছে। বিকেল ৩ টায় নগরীর একটি অভিজাত হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সিলেট ব্যুরো প্রধান মনোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এতে বক্তব্য রাখেন, মানবকন্ঠের জেনারেল ম্যানাজার ও হেড অব মার্কেটিং সাজ্জাদ হোসেন চিশতি, উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) এএমআর মজুমদার লিটন, ডিজিএম সার্কুলেশন মো. আব্দুল হক ও ডেপুটি ম্যানাজার মার্কেটিং মো. রফিকুল হক, মানবকন্ঠের হবিগঞ্জ প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাভেল, মৌলভীবাজার প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ ও সুনামগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল আলম ভূঁইয়া। প্রতিনিধি সম্মেলনে বক্তারা মানবকন্ঠের অগ্রগতি, পাঠক বাড়ানো এবং পত্রিকা পাতায় সমস্যা-সম্ভাবনার কথা তুলে আনার আহ্বান জানান।