নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পল্লীতে গত ২ দিনের ব্যবধানে তিনটি বিদ্যুত ট্রান্সফর্মার চুরি হয়েছে। ফলে দুটি গ্রামের কয়েক শত পরিবার রয়েছেন অন্ধকারে নিমজ্জিত।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতের যেকোন এক সময় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রাম থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ৩৭ কেভির একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি হয়। এর আগে গত শনিবার উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রাম থেকে এক রাতে ১৫ ও ২৫ কেভির ক্ষমতা সম্পন্ন দুটি ট্রান্সফর্মার চুরি হয়। গত ২ দিনের ব্যবধানে তিনটি ট্রান্সফর্মার চুরির ঘটনায় এলাকার জনসাধারনের মধ্যে আতংক বিরাজ করছে। এদিকে ট্রান্সমিটার চুরির পর থেকে গ্রামগুলোতে অন্ধকার ভূতুড়ে অবস্থা বিরাজ করছে। বিদ্যুত বিচ্ছিন থাকায় আসন এইচ এসসি পরীক্ষার্থীদের লেখা-পড়ায় বিঘœ ঘটছে বলে উভয় গ্রামবাসী জানান। তারা দ্রুত ট্রান্সফর্মার স্থাপনের জন্য পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।