স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আদালত এলাকায় প্রকাশ্যে ধুমপানের অভিযোগে ৭জনকে ৩৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শামসাদ বেগম এই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পাবলিক প্লেসে প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধ হলেও আদালতে আসা লোকজন তা না মেনে অন্যের অসুবিধা সৃষ্টি করে প্রকাশ্যে ধুমপান করলে তাদেরকে হাতে নাতে ধরে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ।