চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রশীদ এমরানের মুক্তির দাবীতে গতকাল সোমবার বিকেলে চুনারুঘাট পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কদ্দুছ আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিলটি চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চুনারুঘাট বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কদ্দুছ আলী। বক্তব্য রাখেন মোঃ ফুল মিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ সুজন মিয়া, মোঃ আল আমিন, মোঃ সুহান মিয়া, মোঃ সুহান মিয়া (২), মোঃ জসিম মিয়া, মোঃ জুয়েল মিয়া, মোঃ সুহেল মিয়া, মোঃ রনী মিয়া, মোঃ সুহেল মিয়া (২), মোঃ জিতু মিয়া, মোঃ সাহাব উদ্দিন, মোঃ সামছুল হক, মোঃ জানিল মিয়া, মোঃ সফর আলী, মোঃ সুহাগ মিয়া, মোঃ কবির মিয়া, মোঃ ছাদেক মিয়া ও মোঃ তারেক মিয়া প্রমুখ। সভাপতির বক্তব্যে মোঃ কদ্দুছ আলী বলেন, অবিলম্বে আমিনুর রশীদ এমরানকে নিঃশর্ত মুক্তি না দিলে তৃর্ণমুল থেকে দুর্বার আন্দোলনের ডাক দেয়া হবে।