প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার নগর সমন্বয় কমিটি টিএলসিসি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম। টিএলসিসির সভায় উপস্থিত সদস্যবৃন্দ হবিগঞ্জ পৌরসভার চলমান কর্মকান্ড, সমস্যা ও সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা পৌরসভার উন্নয়ন কর্মকান্ড, পানি সরবরাহ, পরিচ্ছন্নতা, বিদ্যুত, মশক নিধন, স্বাস্থ্য কার্যক্রম ও পানি নিস্কাশনসহ বিভিন্ন নাগরিক সেবা জোরদার করতে আন্তরিকভাবে তৎপরতা চালানোর উপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর দিলীপ দাস, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, সালমা আক্তার চৌধুরী ও সৈয়দা লাভলী সুলতানা, পৌরসচিব মোঃ নূরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, টাউন ম্যানেজার মোঃ শফিউল্লাহ, প্রফেসার ইকরামূল ওয়াদুদ, ফনীভুষন দাস, ইমদাদুর রহমান বাবুল, মোঃ হিরাজ মিয়া, আব্দুল মোতালিব মমরাজ, মোঃ আরব আলী, হাজী লুৎফুর রহমান নানুসহ অন্যান্য টিএলসিসি সদস্যবৃন্দ।