প্রেস বিজ্ঞপ্তি ॥ উমেদনগর ফুটবল একাদশ ক্লাবের পক্ষ থেকে গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় চৌধুরী বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ব্যকস-এর পাঁচজন নির্বাচিত পরিচালককে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উমেদনগর ফুটবল একাদশ ক্লাবের সভাপতি মোঃ আমির আলী। সাধারণ সম্পাদক আবুল কাশেম রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ফজলে রাব্বি রাসেল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্যকসের নব নির্বাচিত প্রচার সম্পাদক মোঃ জালাল উদ্দিন সজলু, বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ক্রীড়া সম্পাদক মোঃ কামাল খান, সদস্য হাফিজুল ইসলামের পক্ষে মোঃ সোহেল মিয়া, আহমেদ জামান খান শুভ, মোঃ মকলিছ মিয়া, উমেদনগর দুরন্ত ক্লাবের সভাপতি মোঃ টেনু মিয়া, আউয়াল মিয়া, সাহেব আলী, সুহৃদ খান, শামীম, দেলোয়ার খান, বাছির, তাজুল, তোফাজ্জল, আমিন, সাইদুর, মাসুক, টিপু, রাসেল, ফারুক, সুমন, জসিম, জুয়েল, লিটন প্রমূখ।