শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার সকালে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শায়েস্তাগঞ্জে ২ দিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। শায়েস্তাগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা ডিজিটাল মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। জহুর চান বিবি মহিলা কলেজের প্রভাষক জালাল উদ্দিন রুমীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আলহাজ¦ মোঃ আবু জাহির। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ ছালেক মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান। আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ বিশ^জিৎ পাল, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আজিজু হাসান তুহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ উদ্দিন আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডাঃ ফেরদৌসী ইসলাম শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, সুকরিপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, অর্থ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমূখ। মেলায় শায়েস্তাগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫টি কক্ষে ১৫টি স্টল স্থাপন করা হয়েছে।