চুনারুঘাট প্রতিনিধি ॥ সংখ্যালঘু সম্প্রদায়ের গীর্জা-মন্দির, উপাসনালয় ও জানমালের নিরাপত্তার দাবিতে চুনারুঘাটে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার বিকালে উপজেলা জামায়াতের উদ্যোগে চুনারুঘাট পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে মধ্যবাজারে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী আসম কামরুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুল কাদির, পৌর জামায়াতের সভাপতি এমদাদুল হক চৌধুরী মাস্টার, সহ-সভাপতি মীর ছায়েব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম এ মতিন, জামায়াত নেতা শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, এস এম নোমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোস্তফা আল হোসাইন, সেক্রেটারী মহিবুর রহমান প্রমুখ।