চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে সৈয়দ নূরুল হাসান ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে হাসাপাতালের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে হাসপাতাল হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দ নূরুল হাসান ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সৈয়দ কুতুবুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর। মীর সিরাজের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর, সিলেট সিটি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শাহ্ নেওয়াজ নিয়াজ, আব্দুল আউয়াল চৌধুরী, ডাঃ নজরুল ইসলাম, মাওঃ মুখলিছুর রহমান, শওকত আলী জমাদার প্রমুখ।